বাঘমুন্ডি এলাকায় মনরেগা মজদুর বিকাশ সংগঠনের ৮ টি সেন্টারের উদ্বোধন হতে চলেছে, সার্ভে করল ব্লক ম্যানেজার,সুপারভাইজার সহ অন্যান্য।


পুরুলিয়া (TAPAS KUIRY): ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মতো এবার বাগমুন্ডির আটটি অঞ্চলেই মনরেগা মজদুর বিকাশ সংগঠনের কাজ শুরু হতে চলেছে। এদিন শুক্রবার বাগমুন্ডি ব্লকের ম্যানেজার বনমালী চন্দ্র কুইরি জানান বাগমুন্ডি ব্লকের বুরদা কালিমাটি, সেরেংডি, অযোধ্যা, বীরগ্রাম ,বাগমুন্ডি, তুন্তুড়ী সুইসা, সিন্দরী, মাঠা সহ মোট আটটি অঞ্চলে পঞ্চায়েত হেড ও পঞ্চায়েত  শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। তারা মূলত দুস্থ শিশুদের ফ্রি টিউশন, টেলার ট্রেনিং, বিশিষ্ট ডাক্তারদের দ্বারা ফ্রি হেলথ ক্যাম্প, পঞ্চায়েত অফিসে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সার্ভে সহ বিভিন্ন কাজ করবে।
এর আগে গত ৭ই সেপ্টেম্বর মনরেগা মজদুর বিকাশ সংগঠনের রাষ্ট্রীয় অধ্যক্ষ সুগন্ধ কুমার, প্রদেশ অধ্যক্ষ অভিষেক কুমার, সংগঠন সংরক্ষক অভিনন্দন পাঠক, পুরুলিয়া জেলা প্রভারি ধীরেন্দ্রনাথ মাহাতো, প্রদেশ প্রভারী প্রকাশ মাহাতোর উপস্থিতিতে জয়পুরের মধ্যে বারাগ্ৰাম, বেলিভাষা,ভেলাইডি ঝালদা ১ নং ব্লকের মধ্যে মাঠারি খামার অঞ্চলে সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। সেই মতো  এদিন শুক্রবার সংগঠনের বাঘমুন্ডি ব্লক ম্যানেজার বনমালী চন্দ্র কুইরী বাগমুন্ডির আটটি অঞ্চলের সমস্ত পঞ্চায়েত হেড এবং পঞ্চায়েত শিক্ষিকাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পাশাপাশি সেন্টার উদ্বোধনের পূর্বে সার্ভে করেন এবং সংবাদ মাধ্যমে জানান খুব শিগগির পূজার পরে এই আটটি সেন্টারের শুভ সূচনা হবে। সঙ্গে ছিলেন ব্লক সুপারভাইজার সুলোচনা ক‌ইরি, পঞ্চায়েত হেড প্রেম সাউ, বীরেন কুমার সহ আরো অনেকেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 --ADVERTISEMENT--

RECOMMENDATION VIDEO 🠟

 --ADVERTISEMENT--

 --ADVERTISEMENT--