--ADVERTISEMENT--

বঙ্গ ভাষীদের আছে আমার আবেদন,,, || Bangla speakers have my request,,,

,,,সুনীল কুমার দে,,,


কোলহানের লক্ষ্যাধিক বঙ্গ ভাষী মিলে জামশেদপুরের গোপাল ময়দানে বিগত 19 মার্চ এ বঙ্গ উৎসব করলাম।সারাদিন নাচলাম,গাইলাম,খেলাম,ভাষা ও সংস্কৃতি কে রক্ষা করার প্রতিশ্রুতি নিলাম,সারাদিন আনন্দ করলাম,বাঙালির একতা ও শক্তি প্রদর্শন করলাম এ সব কিছুই ঠিক আছে।ব্যবস্থা ও আয়োজনের জন্য বঙ্গ উৎসব সমিতি কে অনেক অনেক ধন্যবাদ।কিন্তু এই বঙ্গ উৎসব কেবল মাত্র বিনোদনের উৎসব হয়ে যেন থেকে না যায়।আসছে বছর আবার হবে এই স্লোগান নয়।এবার আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি কে বাঁচানোর জন্য গ্রস রুটে কাজ করতে হবে আর তা শুরু করতে হবে নিজেদের ঘর থেকে।আমাদের বাঙালিদের ঘর থেকে শুরু হউক বাংলা ভাষা বাঁচাও আন্দোলন।

আমরা প্রথমে নিজের নিজের ঘরে আমাদের ছেলে মেয়েদের সাথে ও নাতি নাতনিদের সাথে শুধু বাংলায় কথা বলবো হিন্দি বা ইংরেজিতে নয়।আমরা যারা বয়স্ক লোক ঘরে আছি নিজেদের ছেলে মেয়ে ও নাতি নাতনিদের কে সপ্তাহে একদিন বাংলা শিখাতে আরম্ভ করি।বাংলা শিখলে আমাদের ছেলে মেয়েরা ব্যাকডেটেড
 হয়ে যাবে না বা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।আমরা আমাদের যাবতীয় নিমন্ত্রণ গুলো গুলো কে যেমন,,বিয়ে,শ্রাদ্ধ, পৈতে,অন্ন প্রাশন, জন্মদিন পালন,হরিনাম সংকীর্তন ও বিভিন্ন উৎসব আদি,হিন্দি ও ইংরেজির সাথে বাংলা তেও ছাপাবো,এটা প্রতিজ্ঞা করুন সবাই।এ ছাড়াও প্রতিটি বাংলা ক্লাব,মন্দির,সমিতি,আশ্রম,সংস্থা সংগঠন ব্যক্তিগত ভাবে ও সংযুক্ত ভাবে ঝাড়খন্ড সরকারের মুখ্য মন্ত্রী কে এই বছরের শত্র থেকে বাংলা মিডিয়াম স্কুল পুনরায় শুরু করার জন্য আবেদন করা করবো।বাংলা ভাষার বই ও বাংলা শিক্ষক নিযুক্ত করার জন্য নিবেদন করবে তার সাথে সাথে বাংলা মিডিয়াম স্কুলে নিজেদের ছেলে মেয়েদের কে পাঠানোর জন্য তৈরি থাকবো।এ ছাড়াও বাংলা বহুল জিলা গুলোতে বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুলে ও যেন  একটি ভাষা বাংলা তে পড়ানোর জন্য অনুরোধ করবো যে সব বাংলা ভাষা ভাষী ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়চ্ছে তাদের জন্য।কোনো ভাষার সাথে আমাদের লড়াই ও বিরোধ নেই কিন্তু নিজেদের ভাষা ও যেন বেঁচে থাকে এটাও আমরা চাই।

ভাষার সাথে সাথে নিজেদের সংস্কৃতি কে ভালোবাসতে শিখুন।কারণ যে কোনো মানুষের পরিচয় তার ভাষা,সংস্কৃতি ও ধর্ম কে নিয়ে।মোম, ডেড ও ডিজে সংস্কৃতি থেকে নিজেদের ছেলে মেয়ে নাতি নাতনি ও নিজেদের কে বাঁচান।যে কোনো অনুষ্ঠানে বাংলা গান বাজান।অশ্লীল হিন্দি ও বাংলা গান থেকে দূরে থাকুন।বার্থ ডে নয় জন্ম দিন পালন করুন,কেক কেটে ও মোমবাতি নিভিয়ে নয় প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে,মন্দিরে পুজো দিয়ে ও গরিবদের খাইয়ে জন্মদিন পালন করুন।শাড়ি ধুতি,শাখা,সিঁদুর,আলতা পরুন।এগুলো পরাধীনতার চিন্হ নয় এ গুলো আমাদের গর্ব।সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ দিন ও শঙ্খ বাজান। গুরুবারে ঘরে লক্ষীর পাঁচালি পড়ুন।সবাই মিলে বাড়িতে একসাথে বসে হরিনাম করুন।রামায়ণ,মহাভারত,গীতা,ভাগবৎ, কথামৃত পাঠ করুন।তরজা,কবিগান,বাউল,পদাবলী কীর্তন,শ্যামা সংগীত,রবীন্দ্র গীতি,নজরুল গীতি,রজনী গীতি আদি বাঙালিদের মৌলিক গানের উপর রুচি রাখুন।অশ্লীল পোশাক পরিচ্ছদ ও অশ্লীল নাচ গান ও অশ্লীল আচার আচরণ থেকে দূরে ঠাকুর।গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করুন ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে ঘরে রাখুন ও সেবা করুন।আমরা পশ্চিমী সভ্যতার হাওয়ায় অনেক দূর চলে গেছি,একটু দাঁড়ান ও পিছনে ফিরে তাকান।নিজেদের ভাষা ও সংস্কৃতি কে রক্ষা করুন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 --ADVERTISEMENT--

 --ADVERTISEMENT--

RECOMMENDATION VIDEO 🠟

 --ADVERTISEMENT--

 --ADVERTISEMENT--