--ADVERTISEMENT--

এ জগতে কেউ সবাই কে খুশি করতে পারে না,,, //No one can please everyone in this world.

সুনীল কুমার দে

 এ জগতে কেউ সবাই কে খুশি করতে পারে না।
এ জগতে কেউ সবার প্রিয় হতে ও পারে না।ভগবান ও পারেন নি।নারায়নের ও শত্রু ছিলো হিরন‍্যকশিপু।রামের ও শত্রু ছিলো রাবন।কৃষ্ণের ও শত্রু ছিলো কংস।
এই পৃথিবীতে কেউ সর্ব গুন সম্পন্ন নয়।সবার মধ্যে গুন দোষ আছে ও থাকবে।এই পৃথিবীতে কেউ সবাই কে খুশি করতে পারে না।সবার জন্য কেউ ভালো হতে পারে না।তাই যে কাজ করলে মনে আনন্দ পাওয়া যায়, মন পবিত্র ও সুন্দর হয়,বেশির ভাগ মানুষের উপকার হয়,বেশির ভাগ মানুষ খুশি হয় ও আনন্দ পায় সেই কাজ করা উচিত।সেই কাজ ই হলো ভালো কাজ ও পুন‍্যের কাজ।এমন কাজ করা উচিত নয় যা করলে মানুষ কষ্ট পায় ও মানুষের ক্ষতি হয়।যদি পারা যায় তাহলে মানুষের প্রশ্ংসা করা উচিত নিন্দা নয়,নাম করা উচিত বদনাম নয়,ভালো করা উচিত মন্দ নয়।তুমি যদি কাউ কে সন্মান দাও তাহলে তুমি ও সন্মান পাবে।তুমি যদি কাউকে ভালোবাসা দাও তাহলে তুমিও ভালোবাসা পাবে।এই পৃথিবীতে কারো জন্য কোন কাজ আটকায় না।মানুষ আসে ও যায় কিন্তু ভগবানের কাজ ঠিক হয়ে যায়।পৃথিবী এই ভাবেই চলে আসছে ও চলবে চিরকাল।তুমি জীবনে কতটুকু ভালো কাজ করে গেলে সেটাই বড় কথা।তোমার কর্ম তোমাকে অমর করে রাখবে।পাপ পুন্য,ধর্ম অধর্ম তোমার ব্যক্তিগত সম্পত্তি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 --ADVERTISEMENT--

 --ADVERTISEMENT--

RECOMMENDATION VIDEO 🠟

 --ADVERTISEMENT--

 --ADVERTISEMENT--