--ADVERTISEMENT--

Rabindranath Tagore Jayanti - POETRY


✍করুণা ময় মণ্ডল
"হে আতপ্ত পারো নাই
        অসহ্যেরে করিতে দহন।
স্বীয় তেজে ভষ্ম করি
         জীবনের যত জ্বালাতন।?
তোমার ঐ প্রখর উত্তাপে
         চিরকাল উত্তপ্ত এই ধরা।
শিখিয়াছে প্রতিবাদী সুর
         দুঃসাহসী কঠোর প্রখরা।।
তবে তুমি কেন সয়ে ছিলে
          অহেতুক হেলার লাঞ্ছনা।
অতি প্রিয় তব কেন হেন
          করেছিল হীন প্রবঞ্চনা।?
আজিও লাগে যে ব্যাথা
           প্রিয় জামাতার বর্বরতা।
হিমালয় সনে ক্ষুদ্র হিম কনা
          সে তার কিসের শত্রুতা।?
সয়েছ অনেক দুঃখ বেদনা
           তব জীবনের চলা পথে।
প্রিয় বিয়োগেও হও নি কাতর
       তুমি কোন দিন কোন মতে।।
হৃদয়ে বেদনা বাহিরে স্লোগান
         হে বীর অনন্ত শক্তি পুঞ্জ।
হৃদয়ে অশ্রু, বাহিরে গীতাঞ্জলী
        একি বিরহে-মিলন-কুঞ্জ।।
তুমি চির অদ্ভুত, চির অপূর্ব
          চির বিস্ময়কর যুগঞ্জয়।
তুমি অমর প্রেম,অমিঠ শক্তি
          অমিয় ভক্তি মহিমাময়।।
হে বীর তুমি চির বিদ্রোহী
          চির সনাতনী দেশভক্ত।
তুমিই রবীন্দ্র, তুমিই কবিন্দ্র
          তুমি উদ্দাম তুমি অনন্ত।।
তুমি "জন-গন-মন অধিনায়ক"
            তুমি যে দেশের প্রাণ।
তুমিই বাঙালির চির পরিচিতি
           তুমি সাহিত্য, তুমি গান।।
২৫'শে বৈশাখ শুভ জয়ন্তী
           বাঙালির নব সুপ্রভাত।
বিশ্ব গুরুর হে গুরু সন্তান
            করি ভক্তির প্রনিপাত।।
দিও আশীর্বাদ হে প্রাণ প্রিয়
             জীবন্ত করিও প্রাণে।
এ জীবন যন্ত্র হোক মুখরিত
           তোমার কবিতা গানে।।"
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 --ADVERTISEMENT--

 --ADVERTISEMENT--

RECOMMENDATION VIDEO 🠟

 --ADVERTISEMENT--

 --ADVERTISEMENT--