চলো ফিরে যাই 50 বছর আগেকার গ্রামে,,,

✍সুনীল কুমার দে,,

,,,ভারতবর্ষ গ্রামের দেশ।স্বামী বিবেকানন্দ তাই বলেছেন,,, গ্রামেই ভারতের আত্মা বসবাস করে।স্বাধীনতার পর আজ গ্রামের রূপ রং অনেকটাই পাল্টে গেছে।আধুনিক সভ্যতার হাওয়া শহর ছেড়ে আজ গ্রামেও ঢুকে পড়েছে।তাই বিকাশের সাথে সাথে গ্রাম আজ তার পুরানো সংস্কৃতি,ঐতির্য্য ও পরম্পরা গুলোকে ও হারিয়ে ফেলতে বসেছে।50 বছর আগে গ্রামে প্রায় পাকাবাড়ি ছিলো না,ছিলো খাপরা কিংবা খড়ের ঘর।ছিলো না ইলেক্ট্রিক লাইন,ডিবরি কিংবা লন্ঠনই যথেষ্ট ছিল।ঘরে ঘরে চাপা কল ছিল না,কুয়োর জল অথবা পুকুরের জলেই সব কাজ হতো।ঘরে ঘরে টিভি রেডিও ছিল না,তাই সিরিয়াল ও সিনেমার মাথা ব্যথা ছিল না।ছিল না মোবাইল তাই ফেসবুক ও হোয়াটস আপের ছিলো না কচকচানি।গ্রামে হরিনাম সংকীর্তন হতো,যাত্রা নাটক হতো,সবাই মিলে একসাথে আনন্দ করতো। সারা বছর পূজা,উৎসব,পরব লেগেই থাকতো। নানা রকম পিঠে পুলি,পুকুরের তাজা মাছ,ছাগল ও হাস মাংস খুব চলতো।রোজগার বলতে একমাত্র চাষবাস।তাতেই মানুষের প্রচুর আনন্দ।ধান বিক্রয় করেই সব কাজ সমাপন।মানুষের চাহিদা কম ছিল কিন্তু খুশি ও আনন্দ বেশি ছিল।বিয়ে বাড়িতে কোনো টেন্ট হতো না,কাঠ ও ডাল পালা দিয়ে ছামড়া তৈরি হতো।ডোম বাজনা বাজত, কোথাও কোথাও নাচনি নাচ ও হতো।ভোজ বলতে সকালে খই মুড়ি ও দুপুরে কেরালি ডাল ভাত,কুমড়ার তরকারি ও আমড়ার চাটনি আর বেশির বেশি মাছের ঝোল তাতেই মানুষের মহানন্দ।একমাস আগে থেকেই চলতো দুর্গাপূজার প্রস্তুতি, গ্রামে গ্রামে যাত্রা নাটক,ভুয়াং, ডুবাঙ, কাটিনাচের আসর বসত,কালীপূজা বা বাদনা পরবে বাদনাগীত,করমাতে করম গীত ,মকর পরবে টুসু গীত,ছাতু সংক্রান্তিতে শিবের গাজন ও ছৌ নাচ গ্রাম গুলোকে রমরমা করে রাখতো।গ্রামে পরস্পরের মধ্যে একটা ভালোবাসার বন্ধন ছিল,একটা মধুর সম্মন্ধ ছিল তা যে কোনো জাতির লোক হউক না কেন।কাকা খুড়া, দাদা বউদি,ভাই বোন মামা ভাগিনা এইভাবে একটা সম্মন্ধ বানিয়ে কথা বলতো।দেখা হলে কথা বার্তা বলা, খবর নেওয়া, সুখ দুঃখে কাছে এসে দাঁড়ানো ও বুদ্ধি ভরসা দেওয়া এই সব পরম্পরা গুলো তখনকার দিনে খুব ছিলো।এখন যেমন কেউ কাউকে চিনে না,সবাই যেন গম মেরে থাকে,আপন ভাবে আপনি বিভোর সেরকম কিন্তু তখন ছিল না। পরনিন্দা, পরচর্চার সময় পেতো না লোক এখনকার মত।তখনকার দিনে আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিলো না লোকের কিন্তু শান্তি ও আনন্দ ছিল,অভাবের তাড়নায় ছেলে মেয়েরা বেশি লেখা পড়া করতে পারতো না কিন্তু তাদের মধ্যে লঘু গুরু জ্ঞান ছিলো, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান ছিলো, সবাই ঘরের কাজও করতো আবার পড়াশুনাও করতো।মানুষের মধ্যে ধর্ম ভাব ছিল,ধর্ম আলোচনা ছিলো, প্রেম ভালোবাসা,দয়া,করুনা, মায়া মমতা,সহযোগিতা ছিলো।আজ গ্রামের মানুষ আগের থেকে অনেক উন্নত, শিক্ষিত,ও আর্থিক দিক দিয়েও অনেক সম্পন্ন হয়েছে কিন্তু মানুষ আজ আধুনিকতার নামে তাদের ধর্ম, সংস্কৃতি পরম্পরা,খুশি আনন্দ,শান্তি,প্রীতি ও ভালোবাসা গুলোকেও হারিয়ে ফেলেছে।তাই কখনো কখনো মনে হয় 50 বছর আগের গ্রামেই বুঝি ভালো ছিলাম এখনকার সময়ের থেকে।ফিরে যেতে মন করে শান্তি ও আনন্দের খোঁজে সেই 50 বছরের পুরানো গ্রামে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 --ADVERTISEMENT--

RECOMMENDATION VIDEO 🠟

 --ADVERTISEMENT--

 --ADVERTISEMENT--