ধর্ম নিয়ে ঝগড়া নয়,কোনো হিংসা,ঘৃণা ও রক্তপাত নয়,,,,

✍সুনীল কুমার দে,,
   যাদের হীন ভাবনা ও সংকীর্ণ বিচার ধারা তারাই অন্য ধর্ম কে ঘৃণা করে,অন্য ধর্মের লোকদের নিন্দা করে ও তাদের উপর অত্যাচার করে,যে ধর্মে প্রেম ভালোবাসা, দয়া করুনা,সেবা সহিষ্ণুতা ,মায়া,মমতা, পরোপকার ও ত্যাগের ভাবনা নেই সেটা ধর্ম ই নয়,যে ধর্ম পাপ,অনন্ত নরক ও ভয় দেখায় সেটা ধর্ম ই নয়,আমাদের সনাতন হিন্দু ধর্ম মানুষ কে অমৃতের সন্তান বলেছে,সকল মানুষের মধ্যে ঈশ্বর আছেন এই শিক্ষা দিয়েছে, তাই স্বামী বিবেকানন্দ বলেছেন,,হিন্দু ধর্ম সকল ধর্মের জননী ও সবথেকে উদার,হিন্দু ধর্ম কোনো ধর্ম কে ঘৃণা করে না বরং সকল ধর্মকে শ্রদ্ধা ও সম্মান করে,সব ধর্ম কে স্বীকার করে ও সব ধর্ম কে গ্রহন করে।এ জন্য ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন,,,অনন্ত সাগরে যাওয়ার অনন্ত যে পথ,সব পথ দিয়েই ঈশ্বরের কাছে যাওয়া যায় ,সব পথ ও মতেই তাকে লাভ করা যায় যদি ঠিক ঠিক সাধন ভজন থাকে ও তার প্রতি ভক্তি,প্রেম ও ভালোবাসা থাকে। যত মত তত পথ,,,,,তাই ধর্মের নামে ভণ্ডামি,ধর্মান্তরান,অত্যাচার,খুনোখুনি, রক্তপাত,হিংসা ঘৃণা আদি বন্দ হউক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 --ADVERTISEMENT--

RECOMMENDATION VIDEO 🠟

 --ADVERTISEMENT--

 --ADVERTISEMENT--