বৈচিত্র্য র মাঝেই সৃষ্টির সৌন্দর্য,,,,


✍সুনীল কুমার দে,,,
,,,একটি বাগানে রং বেরঙের কত রকম ফুলের গাছ থাকে, কত রকম ফুল ফোটে।কত রকম গন্ধ ছড়ায়,তবেই বাগানের শোভা।একই রকমের ফুলের গাছ থাকলে সে বাগানের শোভা তত থাকতো না।এই পৃথিবীটা ও ঠিক তাই বিবিধতায়  ভরা। তাই পৃথিবীর সৌন্দর্য।এখানে কত রকমের পশু পাখি,কত রকমের গাছ পালা,কত রকমের ফুল ফল,কত রকমের মানুষ,কত জাত,কত বর্ণ,কত ধর্ম তবেই এই পৃথিবীর এত সৌন্দর্য ,এত মহত্ব।কেউ যদি মনে করে আমরাই শুধু পৃথিবীতে রাজত্ব করবো,আমরাই শুধু বেঁচে থাকবো,আমাদের ধর্ম ই থাকবে আর সব শেষ হয়ে যাবে তাহলে এটা ভুল ধারণা ও ভুল চিন্তা ।

এই বৈচিত্রময় সংসারে তোমার আমার কিছুই করার নেই ।যিনি সৃষ্টিকর্তা ও সৃষ্টির নিয়ন্তা তাঁর ইচ্ছাতেই জগৎ চলছে।তিনি যদি চান এক নিমিষেই জগৎ ধ্বংস করতে পারেন,আমাদের সকল অহংকার চূর্ণ করে দিতে পারেন আমরা কিছুই করতে পারবো না।তাই অহংকার ও বিদ্বেষ ত্যাগ করুন।ঈশ্বর ও মানুষকে ভালোবাসতে শিখুন, এতেই আমাদের সবার মঙ্গল লুকিয়ে আছে।জয় রামকৃষ্ণ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

RECOMMENDATION VIDEO 🠟